ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

পিএসজি প্রমাণ করেছে তারা শ্রেষ্ঠ: রোনাল্ড কোম্যান

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লিওনেল মেসিদের রাজ্যে এসে রাজত্ব করে গেছেন কিলিয়ান এমবাপেরা। প্রথম লেগের খেলায় কাতালানরা ৪-১ গোলে উড়ে গেছে পিএসজির কাছে।


লিওনেল মেসির পেনাল্টি থেকে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। এটাই প্রথম ও শেষ গোল তাদের। এরপরের গল্প শুধু পিএসজির, এমবাপের। প্রথমার্ধে ১ গোল দিয়ে সমতা আনেন এমবাপে। দ্বিতীয়ার্ধে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝে একটি গোল করেন মোয়েস কেন।


বার্সা কোচ রোনাল্ড কোম্যান শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিচ্ছেন পিএসজিকে। তিনি বলেন, ‘ফলাফলই নিশ্চিত করে দেয় তারা (পিএসজি) কতটা শ্রেষ্ঠ। তারা খুবই কার্যকর। প্রথমার্ধ থেকেই তা বজায় ছিল। দ্বিতীয়ার্ধে আমরা রক্ষণে সমস্যার মুখোমুখি হয়েছি।  শারীরিকভাবে তারা আমাদের থেকে শক্তিশালী এটা প্রমাণ করে দেখিয়েছে।’


বার্সা কোচকে পোড়াচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। শেষ ৪৫ মিনিটে বার্সা গোল হজম করে ৩টি। ‘নির্দিষ্টভাবে বললে তারা দ্বিতীয়ার্ধে যা দেখিয়েছে তাতে আমাদের মানতেই হবে তারা শ্রেষ্ঠ। তারা প্রমাণ করে দেখিয়েছে যে আমাদের থেকে শক্তিশালী। আমাদের এটা গ্রহণ করতে হবে, বিভিন্ন বিষয় আমাদের আরও উন্নতি করতে হবে।’


মার্চের ১১ তারিখ প্যারিসের মাঠেই এমবাপেদের মুখোমুখি হতে হবে মেসিদের। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটা কঠিন বলে জানিয়েছেন কোম্যান।


তিনি বলেন, ‘৪-১ গোলের ব্যবধানে হারা স্বাভাবিকভাবে খুবই কঠিন। আমি আপনাকে মিথ্যা বলতে পারি আসলে সত্যিটা হলও হোম লেগে ৪-১ গোলে পিছিয়ে থেকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ খুবই কম। এই ম্যাচ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের কতটা উন্নতি করতে হবে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে।’

ads

Our Facebook Page